বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত

বাণিজ্য, পর্যটন, জ্বালানি ও সংযোগ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপালের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

শুক্রবার খুলনায় আয়োজিত ‘নেপাল-বাংলাদেশ সহযোগিতা : বাণিজ্য, পর্যটন এবং সংযোগে গতিশীলতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকায় নেপালের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেপালের রাষ্ট্রদূত বলেন, জ্বালানি বাণিজ্যে সাম্প্রতিক অগ্রগতি ও ক্রমবর্ধমান পর্যটন বিনিময়ের ফলে বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গতিশীল হচ্ছে।

তিনি স্থানীয় ব্যবসায়ী নেতাদের নেপালি ব্যবসায়ীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান, যাতে অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের অব্যবহৃত সুযোগগুলো উন্মোচিত হয়।

ঢাকাস্থ নেপাল দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজনা বামজান বাংলাদেশের সঙ্গে নেপালের দ্বিপক্ষীয় সহযোগিতার মূল ক্ষেত্রগুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে খুলনার পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ বক্তব্য দেন।

এর আগে রাষ্ট্রদূত ভান্ডারি খুলনা দিবস-২০২৫ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘সুন্দরবনের কথকতা’ শীর্ষক একটি নাট্য প্রদর্শনীতে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here