এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার। মঙ্গলবার নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চেক হস্তান্তর করেন।
রাজধানীর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজ দুটিতে অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা করে মোট চারটি পরিবারের হাতে ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টা। এ সময় তিনি নিহত নাবিক ও ক্যাডেটদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চেক প্রদানকালে উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। তাছাড়া এ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে।