চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ড্রাইডকের সাথে চুক্তি স্বাক্ষর হবে। আগামী ৭ জুলাই থেকে ড্রাইডকের নিয়ন্ত্রণেই এনসিটিতে কনটেইনার এবং জাহাজ হ্যান্ডলিংসহ যাবতীয় অপারেশনাল কার্যক্রম চলবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) পদ্ধতিতে চট্টগ্রাম ড্রাইডকের সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি হবে এবং ড্রাইডকই এনসিটি পরিচালনা করবে।