চট্টগ্রাম বন্দরে কনটেইনারের চাপ কমাতে অনুমোদিত ৫০ ধরনের আমদানি পণ্যের বাইরে আরো ১৫ ধরনের পণ্য বেসরকারি আইসিডি থেকে খালাস করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড গত ১৭ জুলাই বিশেষ এই অনুমোদন দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে এবং নির্দিষ্ট শর্তে আমদানিকারকদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ ধরনের আমদানি পণ্যের তালিকায় রয়েছে, দুধ ও দুগ্ধজাত পণ্য, নারকেল, কাজু বাদামসহ অন্যান্য বাদাম, সালফার, নুড়ি পাথর, সালফেট জাতীয় রাসায়নিক, কার্বোনেট ও পারকার্বোনেট, কীটনাশক, আগাছানাশক ইত্যাদি, রং ফিঙিং কেমিক্যাল, পলিমারজাত কাঁচামাল, রেজিন, ফিনোলিক ও পলিউরেথিন, প্লাস্টিক শিট ও ফিল্ম, কাগজ ও কাগজজাত পণ্য, সিরামিক টাইলস এবং পরীক্ষাগারে ব্যবহৃত সিরামিক পণ্য।
এসব পণ্যের প্রতিটি কনটেইনার স্ক্যানিং করে খালাসের অনুমতি দিতে হবে। কেবলমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমোদিত ডিপোতে খালাস করা যাবে।