এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে সাপ্লাই চেইনের স্বাভাবিকীকরণ অব্যাহত থাকবে।
এসঅ্যান্ডপি এর সাপ্লাই চেইন রিসার্চের প্রধান ক্রিস রজার্স জানান, বৈশ্বিক সাপ্লাই চেইনের জন্য চলতি বছরটা দুই ভাগে বিভক্ত। ২০২২ সালের শেষ দিকে সাপ্লাই চেইনের অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। স্বাভাবিকীকরণের এই প্রক্রিয়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও অব্যাহত থাকবে। ২০২৩ এর শেষ দিকে মহামারি-পরবর্তী করপোরেট কৌশলগুলো সুস্পষ্ট হবে এবং বৈশ্বিক নীতিমালা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
এসঅ্যান্ডপির বিশ্লেষণ অনুযায়ী, সাপ্লায়ারের ‘ডেলিভারি টাইম’ ২০১৯ এর জুলাই থেকে এখন পর্যন্ত সর্বোত্তম পর্যায়ে আছে এবং মৌসুমি সমুদ্র পরিবহনের ধরনেও স্বাভাবিকীকরণের লক্ষণ দেখা গেছে।