কঠোরতম লকডাউনের কারণে সৃষ্ট সংকোচন থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মিলেছে ভারতীয় অর্থনীতিতে। গুরুত্বপূর্ণ কিছু সূচকে অর্থনৈতিক পুনরুদ্ধারের আভাস মিললেও তা ভঙ্গুর হতে পারে বলে জানিয়েছে ব্রিকওয়ার্ক রেটিংস।
চলতি অর্থবছরের প্রথমার্ধ্বে ভারতের অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ১০ শতাংশ। তবে কিছু সূচকে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। যেমন ম্যানুফ্যাকচারিং পিএমআই (পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স) আগস্টের ৫২ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে প্রায় ৫৭ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছে সাড়ে ৯৫ হাজার কোটি রুপি। গত বছরের একই সময়ের চেয়ে যা প্রায় ৪ শতাংশ বেশি, আর আগস্টের তুলনায় বেশি ১০ শতাংশ। তবে ব্রিকওয়ার্ক রেটিংস বলছে, পুনরুদ্ধার প্রক্রিয়াটি টেকসই না-ও হতে পারে। কারণ নতুন প্রকল্পে মূলধনি ব্যয় দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৮১ শতাংশ। এছাড়া আগস্টে কোর সেক্টর প্রবৃদ্ধিও ছিল ঋণাত্মক সাড়ে ৮ শতাংশ।