আইবিসি ও মারপল সংশোধনী কার্যকরে প্রয়োজন প্রস্তুতি

আগামী বছরের ১ জানুয়ারি থেকে শিপিং শিল্পে বিদ্যমান দুটি ফিটনেস সার্টিফিকেটের স্থলে প্রয়োজন হবে হালনাগাদ সার্টিফিকেট। বিপজ্জনক কেমিক্যাল বহনকারী জাহাজের ফিটনেস অর্থাৎ নির্মাণ ও যন্ত্রপাতি সংশ্লিষ্ট আইবিএস কোড এবং বাল্কে ক্ষতিকর তরল পরিবহন সংশ্লিষ্ট মারপল সংযোজনী-২-এর হালনাগাদ সার্টিফিকেট কার্যকরের আগে এ বিষয়ে সকল পক্ষকে যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে বিমকো।

বিমকো এক বিবৃতিতে জানিয়েছে, ভেসেল চলাচল অব্যাহত রাখতে সংশ্লিষ্ট জাহাজ মালিকদের অবশ্যই নতুন বিধিমালা কার্যকরের আগেই সার্টিফিকেট দুটি সংগ্রহ করতে হবে। জটিলতা এড়াতে সংস্থাটি এজন্য আগে থেকে সার্টিফিকেট ইস্যুর আহ্বান জানিয়েছে। এছাড়া জাহাজগুলোয় নির্দিষ্ট বাষ্প শনাক্ত ডিভাইস সরবরাহে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছে। পাশাপাশি অনেকে বন্দরে ক্ষতিকর তরল আনলোডের পর প্রিওয়াশ সুবিধার ঘাটতি থাকতে পারে বলে সতর্ক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here