গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জাহাজ ও বন্দরের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করতে নতুন এক কৌশলগত অংশীদারিত্ব উন্মোচন করা হয়েছে। দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোর্টস অ্যান্ড হারবার্স (আইএপিএইচ) সম্প্রতি আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) ও নরওয়ে সরকারের প্রকল্প ‘গ্রিনহাউস ২০৫০’-এ কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। বিশ্বের ৯০টি দেশের ১৭০টি বন্দর এবং ১৪০টি বন্দরসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জোট হচ্ছে আইএপিএইচ।
জাহাজ থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আইএমওর কৌশলপত্রে উল্লেখিত লক্ষ্যগুলো পূরণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার উদ্দেশে গ্রিনহাউস ২০৫০ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পে আইএপিএইচ যুক্ত হওয়ায় কারিগরি সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো পূরণ বেশ সহজ হয়ে উঠবে। আইএমও গৃহীত পদক্ষেপগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জাহাজ ও বন্দরের মধ্যে স্বেচ্ছাভিত্তিতে সহযোগিতার মনোভাবকে উৎসাহিত করে।