করোনার কারণে বিশ্বের অন্যান্য বন্দরের মতো প্রথমে থমকে গেলেও কনটেইনার ভলিউম আর ট্রান্সশিপমেন্ট ধীরে ধীরে বাড়ছে বেলজিয়ামের শীর্ষ বন্দর অ্যান্টুয়ার্পে। চলতি বছরের নয় মাসের মাথায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, অ্যান্টুয়ার্পের মোট থ্রুপুট আগের বছরের চেয়ে ৪ শতাংশ কম হলেও ট্রান্সশিপমেন্ট পণ্যের ভলিউম অনেক দিন ধরেই স্থির আছে, যা প্রতিবেশী বন্দর হামবুর্গ বা লা হাভরের তুলনায় বেশ ভালো। মার্চ থেকে জুন পর্যন্ত চলা স্থবিরতা কাটিয়ে জুলাই থেকে কনটেইনার পরিবহনের হার নিয়মিত বেড়েছে এখানে।