বিডব্লিউ জেমিনি নামের বৃহদাকৃতির একটি গ্যাস ক্যারিয়ারে (ভিএলজিসি) প্রথম প্রথাগত জ¦ালানির পাশাপাশি এলপিজি প্রপালশন সিস্টেমে রূপান্তর সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বহর আরো দক্ষ ও পরিবেশবান্ধব করে তোলার অংশ হিসেবে ইঞ্জিন রূপান্তরের কাজটি শেষ করেছে।
২০১৫ সালে নির্মিত বিডব্লিউ জেমিনি সাড়ে ৫৪ হাজার টনের এলপিজি ট্যাংকার আর ধারণক্ষমতা ৮৪ হাজার কিউবিক মিটার। চীনের ইয়ু লিয়ান ডকইয়ার্ডে ভেসেলটির রেট্রোফিটের কাজ সম্পন্ন হয়েছে। এর ডেকে স্থাপন করা হয়েছে ৯০০ কিউবিক মিটার ধারণক্ষমতার দুটি এলপিজি ট্যাংক। প্রথাগত জ্বালানির পাশাপাশি ভেসেলটির ডুয়েল-ফুয়েল প্রপালশন ইঞ্জিন চালাতে এ ট্যাংক দুটি থেকে এলপিজি ব্যবহার করা হবে। জেমিনির প্রধান ইঞ্জিনটি কোনো ধরনের কারিগরি সমস্যা ছাড়াই যেকোনো জ্বালানির মাধ্যমে চালু থাকতে পারবে।