তেল উৎপাদন ব্যয় রেকর্ড সর্বনিম্নে

জ্বালানি তেলের গড় ব্রেকইভেন মূল্য (না লাভ-না লোকসান) চলতি বছর কমে ব্যারেলপ্রতি ৫০ ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে। দুই বছর আগের তুলনায় এ মূল্য প্রায় ১০ শতাংশ কম এবং ২০১৪ সালের তুলনায় প্রায় ৩৫ শতাংশ। এর অর্থ হচ্ছে ছয় বছর আগের তুলনায় তেলের উৎপাদন ব্যয় এখন অনেক কম। রিস্টাড এনার্জির এক নতুন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

রিস্টাড এনার্জি বলছে, অফশোরে কূপ উন্নয়নের কারণেই উৎপাদন কমছে। জ্বালানি তেলের ক্ষেত্রে সংস্থাটির সরবরাহ রেখা ব্যয় অনুযায়ী, ২০২৫ সালে দিনপ্রতি ১০ কোটি ব্যারেল তেল উৎপাদনে যে দর থাকা প্রয়োজন সাম্প্রতিক বছরগুলোয় তা ক্রমাগত কমছে। ওই মাত্রায় তেল উৎপাদন অব্যাহত রাখতে ব্যারেলপ্রতি দাম ৫০ ডলার হলেই চলবে বলে সাম্প্রতিক প্রাক্কলনে উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here