করোনাভাইরাসসৃষ্ট মহামারিতে মেরিটাইম শিল্পে নাবিক বদলের ব্যবস্থাটি একেবারে ভেঙে পড়েছে, অবহেলিত থাকছে তাদের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়গুলো। এ পরিস্থিতিতে সর্বশেষ দেশ হিসেবে চীন বিদেশি নাবিকদের জন্য তাদের ১০টি বন্দর উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। জাহাজে বা নিজ দেশে অবস্থানে বাধ্য নাবিকদের জন্য দেশটির এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিমকো প্রকাশিত তথ্যে চীনের দালিয়ান, তিয়ানজিন, কিংদাও, সাংহাই, নিংবো, ফুঝাউ, শিয়ামেন, গুয়াংঝু, শেনজেন এবং হাইকো বন্দর বিদেশি নাবিকদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে খুবই কঠোর প্রটোকলের অধীনে নাবিক বদলের কাজটি সম্পন্ন হবে। বিমকো এজন্য শিপিং এজেন্সিগুলোকে চীনে তাদের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের আহ্বান জানিয়েছে। সংস্থাটি আশা করছে, বিদেশি নাবিক বদলের ক্ষেত্রে চীনের অন্য বন্দরগুলোও একই পদক্ষেপ অনুসরণ করবে।