পানামায় অর্থবছর শুরু হয় অক্টোবরের ১ তারিখে। সদ্যবিদায়ী অর্থবছরে চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ এবং চলমান মহামারির ধাক্কায় ট্রানজিট এবং টনেজ, দুদিক থেকেই জাহাজের ভলিউম প্রত্যাশার চেয়ে কম হয়েছে বলে জানিয়েছে পানামা ক্যানাল অথরিটি। অথচ বছর শুরু হয়েছিল অত্যন্ত আশানুরূপভাবে। এপ্রিল নাগাদ সকল ক্রুজ শিপের ট্রাফিক বন্ধ হয়ে যায়, প্যাসেঞ্জার ও এলএনজি ট্যাংকারের অভাবে মে-জুন মাসে ট্রানজিট কমে যায় ২০ শতাংশ পর্যন্ত। যদিও অর্থবছরের শেষ দুই মাসে ট্রানজিট ও কার্গো মুভমেন্ট আবার স্বাভাবিক হয়ে এসেছে।