বন্দরে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি অব-হাইওয়ে ডিজেল ফুয়েলে শুল্ক বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন। এ ধরনের ফুয়েলে ২০২২ সাল পর্যন্ত গ্যালনপ্রতি ২ দশমিক ২৬ ডলার শুল্কছাড় কার্যকর ছিল, যার মেয়াদ শেষ হলে অতিরিক্ত মাশুল দিতে গিয়ে বন্দরগুলোর ব্যয় বছরে অন্তত ৩ শতাংশ বাড়বে। বিপিএর হিসাব অনুযায়ী, আকারভেদে টার্মিনালগুলোতে বাড়তি অপারেশনাল খরচ বার্ষিক ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে কয়েক মিলিয়নও ছাড়িয়ে যেতে পারে।