বৈশ্বিক জ্বালানি চাহিদা ২০৪৫ নাগাদ বাড়বে ২৫ শতাংশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জ্বালানি ও তেলের চাহিদা স্মরণকালের সর্বনি¤েœ ঠেকেছে। তবে তেল উৎপাদক দেশগুলোর সংগঠন ওপেক তাদের ওয়ার্ল্ড অয়েল আউটলুক ২০২০ প্রতিবেদনে জানিয়েছে, পতন সত্ত্বেও বৈশ্বিক প্রাথমিক জ্বালানি চাহিদা মধ্য ও দীর্ঘমেয়াদে বাড়তে থাকবে, যা ২০৪৫ নাগাদ ২৫ শতাংশ বাড়বে।

ওপেক তাদের প্রতিবেদনে জ¦ালানি ও তেলের চাহিদা, তেল সরবরাহ ও পরিশোধন, বৈশ্বিক অর্থনীতি, নীতি ও প্রযুক্তিগত উন্নয়ন, জনসংখ্যাগত প্রবণতা, পরিবেশগত বিষয় এবং টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো আমলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪৫ পর্যন্ত সময়ে জ্বালানি মিশ্রণে তেলের অংশ থাকবে সর্বোচ্চ ২৭ শতাংশ। এর পরের অবস্থানে থাকবে প্রাকৃতিক গ্যাস, জ্বালানি মিশ্রণে ওই সময়ে যার অবদান থাকবে ২৫ শতাংশ। আর নবায়নযোগ্য শক্তি খাত প্রতি বছর ৬ দশমিক ৬ শতাংশ হারে বাড়তে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here