ভারতের প্যাসেঞ্জার ভেহিকল রপ্তানিতে ধস

চলতি অর্থবছরের প্রথমার্ধ্বে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারতের প্যাসেঞ্জার কার রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ৬৫ শতাংশ। অন্যদিকে প্যাসেঞ্জার ভেহিকল রপ্তানি কমেছে প্রায় ৫৮ শতাংশ। বৈশ্বিক বাজারে করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে রপ্তানিতে এ ধস নেমেছে বলে জানিয়েছে সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম)।

সংস্থাটির সর্বশেষ তথ্যে দেখা গেছে, অর্থবছরের প্রথমার্ধ্বে প্যাসেঞ্জার ভেহিকল রপ্তানি দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ১৫৬ ইউনিটে। অথচ গত বছরের একই সময়ে এটি ছিল ৩ লাখ ৬৫ হাজার ২৪৭ ইউনিট। একইভাবে প্যাসেঞ্জার কার রপ্তানি হয়েছে ১ লাখ ৫২৯টি, গত বছরের ওই সময়ে যা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ৬১৮টি। এছাড়া ইউটিলিটি ভেহিকল রপ্তানি গত বছরের ৭৭ হাজার ৩০৯টি থেকে প্রায় ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৭৫টিতে। ভ্যান রপ্তানিও কমেছে প্রায় ৮১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here