মজুদ বাড়াতে রিটেইলারদের রেকর্ড আমদানি

করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে বৈশ্বিক অর্থনীতি। মার্কিন বন্দরগুলোর পাশাপাশি বিশ্বের অনেক বন্দরে পণ্যের মজুদ যেমন বাড়ছে, তেমনি সরকারগুলোও পুনরুদ্ধার প্রক্রিয়ার সমর্থনে পদক্ষেপ নিতে শুরু করেছে।

সর্ববৃহৎ মার্কিন রিটেইল ট্রেড অ্যাসোসিয়েশন ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) এবং হ্যাকেট অ্যাসোসিয়েটসের সর্বশেষ তথ্য অনুযায়ী, খুচরা বিক্রিতে চাঙ্গাভাবের কারণে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে রেকর্ড আমদানি হয়েছে। ছুটির মৌসুমকে সামনে রেখে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো পুরনো মজুদ বিক্রি করে নতুন করে মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

অবশ্য আমদানি বাড়ায় বন্দর ও ক্যারিয়ারগুলোর সামনে নতুন কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। খালি কনটেইনারগুলো খুঁজে পেতে শিপিং লাইনগুলো যেমন বিপদে পড়ছে, তেমনি বন্দরগুলোয় সৃষ্টি হচ্ছে জট। আর এর প্রভাব পড়ছে শিপিং শিডিউলে, পণ্য প্রবাহে দেখা দিচ্ছে স্লথতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here