মাছ-মাংস-দুধে নেপালের স্বনির্ভরতার উদ্যোগে হোঁচট

মাছ, মাংস ও দুধে হিমালয়বেষ্টিত নেপালের স্বনির্ভরতার উদ্যোগ করোনাভাইরাসের প্রকোপে বাধাগ্রস্ত হয়েছে। দেশটির প্রাণিসম্পদ বিভাগের পরিচালক বংশী শর্মা প্রবাসী নেপালি সংগঠন আয়োজিত এক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে উপস্থাপিত এক নিবন্ধে শর্মা জানান, নেপালের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৩ শতাংশ। দেশটির ৬০ শতাংশ কৃষক গবাদিপশু লালন-পালনে যুক্ত। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণে এ খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও মহামারির কারণে দুধের উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এমনকি মাছ খাওয়ার অভ্যাসেও ভাটা পড়েছে। দারিদ্র্যের কারণে নেপালিদের মধ্যে মাছ, মাংস ও দুধ খাওয়ার অভ্যাস বাড়েনি বলে মন্তব্য করেন তিনি।

গবাদিপশুর খুরা রোগসহ অন্যান্য রোগ প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে শর্মা জানান, ফেডারেল, রাজ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করলে এ খাত জাতীয় অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here