বিমান সংস্থা ড্যামকোর এয়ার সার্ভিস এবং ড্যানিশ ক্যারিয়ারের কয়েকটি ভাড়া বিমানের সমন্বয়ে গঠিত মায়ের্স্কের আকাশ পরিবহন ব্যবস্থা গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে। প্রথমবারের চালানে থাইল্যান্ড থেকে জাপানে পণ্য পাঠিয়ে দ্রুততম সময়ে পণ্য ডেলিভারির পথে আরো একধাপ এগিয়ে গেল ড্যানিশ সংস্থাটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রচলিত নৌপরিবহন ব্যবস্থার চেয়ে দ্রুত সরবরাহের পাশাপাশি যেকোনো সংকটময় পরিস্থিতি, বৃহদাকৃতির কার্গো বা মূল্যবান দ্রব্য আনা-নেওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে সেবাদানের প্রতিশ্রুতি দেন মায়ের্স্কের থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর শাখার মহাপরিচালক রুপেশ জৈন।