সমুদ্রভিত্তিক ক্লাইমেট সলিউশন অ্যাক্ট পাস করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন জলসীমায় পাঁচ হাজার গ্রস টনেজের চেয়ে বড় আকৃতির জাহাজের জন্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ-বিষয়ক মনিটরিং, রিপোর্টিং এবং সত্যয়নের জন্য নতুন আইন চালু করেছে মার্কিন সরকার। সিলেক্ট কমিটির ক্লাইমেট অ্যাকশন প্ল্যান অনুযায়ী ছয়টি পরিবেশ সুরক্ষা আইনের পাশাপাশি এটিও কার্যকর হবে। এ আইনের চারটি উপধারা হলো বোনামিচির ব্লু কার্বন ফর আওয়ার প্ল্যানেট অ্যাক্ট, কোস্ট রিসার্চ অ্যাক্ট, ওয়াটার পাওয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট এবং ব্লু গ্লোব অ্যাক্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here