সাইবার হামলায় গতি কমেছে সিএমএ সিজিএমের

প্রথমবারের মতো সাইবার হামলার কবলে পড়ে এক সপ্তাহ পরও সিস্টেম পুরোপুরি অপারেশনাল করতে পারেনি সিএমএ সিজিএম। সিস্টেমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়া বন্ধ করে প্রাথমিকভাবে হামলাকে রুখে দেওয়া গেছে মনে করা হলেও পরে গুরুত্বপূর্ণ ডেটা বেহাত হয়ে যাওয়ার কথা জানায় ফ্রেঞ্চ শিপিং জায়ান্ট কোম্পানিটি। তবে প্রতিষ্ঠানটির সাথে আদান-প্রদান হওয়া ইমেইল, ট্রান্সমিটিং ফাইল, ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জসহ সকল যোগাযোগ নিরাপদ আছে বলে স্টেকহোল্ডারদের আশ^স্ত করেছে তারা।     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here