সিঙ্গাপুর প্রণালিতে বাড়ছে জাহাজে চুরির ঘটনা

এশিয়ায় জলদস্যুতার ঘটনা বাড়ছে এমন প্রতিবেদন প্রকাশের মাত্র সপ্তাহ দুয়েকের মাথায় আঞ্চলিক পর্যবেক্ষক সংস্থা রিক্যাপ সিঙ্গাপুর প্রণালিতে জাহাজে অবৈধ আরোহণ ও চুরির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তায় এ প্রণালির পূর্বমুখী লেনে তিনটি জাহাজে লুকিয়ে দুর্বৃত্তরা উঠে পড়ে বলে জানানো হয়।

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে এ ঘটনাগুলো ঘটে। তবে জাহাজগুলোর ক্রুরা অনুপ্রবেশকারীদের মুখোমুখি পড়েননি কিংবা তাদের কেউ আহতও হননি। জাহাজের কোনো কিছু চুরি যায়নি বলেও জানিয়েছে তারা। বাল্ক ক্যারিয়ার সিজার্নি, এ রেসার এবং এল ম্যাটাডোরে এ ঘটনাগুলো ঘটে। তিনটি ঘটনায়ই জাহাজে দুর্বৃত্তরা লুকিয়ে উঠে পড়ে। ইঞ্জিন রুমের আশপাশে তাদের দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় রিক্যাপ জানিয়েছে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এমন ছয়টি ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here