সিফেরার ক্রাইসিস অ্যাকশন টিম গঠন আইএমওর

করোনাভাইরাসের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বন্দরসংশ্লিষ্ট অন্যান্য বিধিনিষেধের কারণে মেরিটাইম খাতে নাবিক বদলের বিষয়টি এক মহাসংকট হিসেবে আবির্ভূত হয়েছে। চলমান সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) গঠন করেছে সিফেরার ক্রাইসিস অ্যাকশন টিম (এসসিএটি)।

মহামারির কারণে সৃষ্ট বেশকিছু জটিল পরিস্থিতির কারণে নাবিকদের একটি বড় অংশ এবং তাদের স্বজনরা উদ্বেগ জানিয়েছে আইএমওর হস্তক্ষেপ কামনা করে। নাবিক বদলের এ সংকট কাটিয়ে উঠতে সংস্থাটি গঠন করেছে এসসিএটি। গঠিত দলটির মূল লক্ষ্য উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজতে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, এনজিও, ট্রেড ইউনিয়ন বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর জন্য যোগাযোগ রক্ষা বা উপযুক্ত সংস্থাগুলোর সঙ্গে নাবিকদের পরিচিত করে তোলা।

এসসিএটি কীভাবে নাবিকদের সহায়তা করতে পারে তার উদাহরণ হিসেবে আইএমও চলতি বছরের ১০ মে সংঘটিত এক ঘটনার কথা উল্লেখ করেছে। একটি অফশোর সাপোর্ট ভেসেলে অবস্থানরত শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত এক নাবিক আইএমওর সঙ্গে যোগাযোগ করে। ওই নাবিকসহ তার অনেক সহকর্মী কোনো বিরতি ছাড়াই অফশোরে ১০০ দিনের বেশি কাটায়। মালিকপক্ষ তাদের কর্মচুক্তি আরো দুই মাসের জন্য বাড়াতে পারে-এ সম্ভাবনায় ওই নাবিক খুবই উদ্বিগ্ন হয়েই আইএমওর দ্বারস্থ হয়। আইএমও ওই বার্তাটি সংশ্লিষ্ট এনজিওর নজরে আনে এবং জাহাজটি যে দেশে নিবন্ধিত, সেই দেশের মেরিটাইম ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আইএমওর হস্তক্ষেপের কারণেই সংশ্লিষ্ট পক্ষগুলো ওই জাহাজে নাবিক বদলের বিষয়টি নিশ্চিত করে এবং তাকে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here