২০৪০ নাগাদ সমুদ্রে প্লাস্টিক দূষণ তিন গুণ বাড়তে পারে

আগামী দুই দশকে সমুদ্রে প্লাস্টিক বর্জ্যরে দূষণ বেড়ে তিন গুণ হতে পারে। ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা তাদের এক প্রতিবেদনে বলেছে, প্লাস্টিকের উৎপাদন হ্রাসে কোম্পানি ও সরকারগুলো যদি কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।

সলিড ওয়েস্ট জানিয়েছে, করোনাভাইরাস মহামারির সময়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ভোগ বেশ বেড়েছে। এশিয়ার নির্জন সৈকতগুলো ফেস মাস্ক ও ল্যাটেক্স গ্লাভসে সয়লাব হয়ে পড়ছে। ভাগাড়গুলো খাবারের টেকঅ্যাওয়ে পাত্র এবং অনলাইন ডেলিভারি প্যাকেজিংয়ে ভর্তি হয়ে যাচ্ছে।

দ্য পিউ চ্যারিটেবল ট্রাস্টস এবং সিস্টেমআইকিউর জন্য প্রণীত এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানী ও শিল্পসংশ্লিষ্টরা সম্ভাব্য সমাধানের পথ বাতলেছেন, যেগুলো অনুসরণ করলে সমুদ্রে পরিবাহিত প্লাস্টিকের পরিমাণ ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here