আগামী দুই দশকে সমুদ্রে প্লাস্টিক বর্জ্যরে দূষণ বেড়ে তিন গুণ হতে পারে। ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা তাদের এক প্রতিবেদনে বলেছে, প্লাস্টিকের উৎপাদন হ্রাসে কোম্পানি ও সরকারগুলো যদি কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।
সলিড ওয়েস্ট জানিয়েছে, করোনাভাইরাস মহামারির সময়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ভোগ বেশ বেড়েছে। এশিয়ার নির্জন সৈকতগুলো ফেস মাস্ক ও ল্যাটেক্স গ্লাভসে সয়লাব হয়ে পড়ছে। ভাগাড়গুলো খাবারের টেকঅ্যাওয়ে পাত্র এবং অনলাইন ডেলিভারি প্যাকেজিংয়ে ভর্তি হয়ে যাচ্ছে।
দ্য পিউ চ্যারিটেবল ট্রাস্টস এবং সিস্টেমআইকিউর জন্য প্রণীত এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানী ও শিল্পসংশ্লিষ্টরা সম্ভাব্য সমাধানের পথ বাতলেছেন, যেগুলো অনুসরণ করলে সমুদ্রে পরিবাহিত প্লাস্টিকের পরিমাণ ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।