অফশোর বায়ুবিদ্যুতে উচ্চাভিলাসী লক্ষ্য জাপানের

অফশোর বায়ুবিদ্যুতের সম্ভাবনা অনুসন্ধানে জাপান নতুন এক উচ্চাভিলাসী লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, দেশটি ২০৪০ সালের মধ্যে ৩০ থেকে ৪৫ গিগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ (বৈশ্বিক বিদ্যমান সক্ষমতা) প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

পরিকল্পনায় আগামী ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য নেয়া হয়েছে। জাপানের নতুন এ পরিকল্পনা দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলোর কাতারে উন্নীত করবে। ওই দেশগুলো ২০৪০ সালের মধ্যে সম্মিলিতভাবে হাজার হাজার গিগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে জাপান ২০৫০ সালের মধ্যে শূন্য-নির্গমন লক্ষ্য পূরণের পরিকল্পনা নিয়েছে। দেশটির এ পরিকল্পনা জাপান উইন্ড পাওয়ার অ্যাসোসিয়েশনের লক্ষ্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here