দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একই ছাদের নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে নতুন আরো ছয়টি সেবা অনলাইনে চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ৩০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিডার সদর দপ্তরে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নতুন ছয়টি সেবা যুক্ত করা হলো। এত দিন অনলাইনে বিনিয়োগকারীদের ৩৫টি সেবা দেওয়া হতো। সেটি বেড়ে এখন ৪১ এ উন্নীত হয়েছে। বিডা বলছে, নতুন বছরের প্রথম মাসে এটি বেড়ে ৫০ এ উন্নীত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সালমান এফ রহমান বলেন, ‘‘বিনিয়োগকারী যাতে সব সেবা একই ছাদের নিচে পান, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। তারই ধারাবাহিকতায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) দেওয়া শুরু করেছে বিডা। ভবিষ্যতে আমরা ওএসএসের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী সংস্থার মোট ১৫০টি সেবা দিতে পারব।’’
অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড রেগুলেটরি রিফর্মের পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় জানান, চালু হওয়া নতুন ছয়টি সেবার মধ্যে তিনটি পরিবেশ অধিদপ্তরের। সেগুলো হলো পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) প্রতিবেদন অনুমোদন, টিওআর অনুমোদন এবং জিরো ডিসচার্জ অনুমোদন। তিনি বলেন, ‘‘আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের শিল্প আইআরসির সনদ এখন থেকে দেওয়া হবে অনলাইনে। উদ্যোক্তারা এখন থেকে বিদ্যুতের সংযোগ পাবে অনলাইনে। এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ সংযোগও মিলবে অনলাইনে।