পরিত্যক্ত পণ্যের বিষয়ে এফআইএটিএ’র গাইডলাইন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রেইট ফরোয়ার্ডারার্স অ্যাসোসিয়েশন (এফআইএটিএ) পরিত্যক্ত পণ্য বিষয়ে তাদের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। একশরও বেশি জাতীয় সংস্থা এবং সাড়ে পাঁচ হাজার ফরোয়ার্ডিং অ্যান্ড লজিস্টিকস কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠনটির এ নির্দেশিকা ফ্রেইট ফয়োয়ার্ডারদের লিয়েন অধিকার চর্চা ও শিপিং কোম্পানিগুলোর মালামাল জব্দ এবং দাবি নিষ্পত্তিতে সহায়ক হবে। এফআইএটিএর আইন-বিষয়ক উপকমিটি এবিএলএম এ নির্দেশিকাগুলো প্রণয়ন করেছে।

পরিত্যক্ত বা অসংগৃহীত পণ্য ফ্রেইট ফয়োয়ার্ডারদের নিত্য মাথাব্যথার কারণ। শিপার বা কার্গোর কনসাইনি যখন নির্দিষ্ট সময়ের মধ্যে মালামাল গ্রহণ না করে তখন ফ্রেইট ফয়োয়ার্ডাররা শিপিং লাইনগুলোর দাবির মুখে পড়ে। কার্গোর মালামালের ক্ষেত্রে চুক্তিসংশ্লিষ্ট লিয়েন কার্যকর করার জন্য অনেক সময় শিপিং লাইনগুলো বিল অব ল্যান্ডিংয়ে তাদের চুক্তিগত অধিকার চর্চা করে। এফআইএটিএর নতুন নির্দেশনাগুলো পরিত্যক্ত পণ্য বিষয়ে মীমাংসায় আসতে সব পক্ষকে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here