কিছু আমদানিকারক ইচ্ছা করেই পণ্য খালাস করেন না: এনবিআর চেয়ারম্যান

কিছু কিছু আমদানিকারক ইচ্ছা করেই কাস্টমসে পণ্য ফেলে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে ২৫ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক ক্ষেত্রে সবাই দ্রুত পণ্যের খালাস চান। আবার এর বিপরীতও আছে। কিছু কিছু আমদানিকারক যত দিন পারেন ফেলে রাখতে পারলে খুশি হন। পণ্যটা তার গোডাউনে জায়গা হবে না বা নিতে চান না। সেজন্য তারা সময়মতো বিল অব এন্ট্রি সাবমিট করেন না। গাড়ি আমদানিকারকরা ইচ্ছা করেই কাস্টমসে গাড়ি ফেলে রাখেন। কারণ তার স্টোরেজ খরচের চেয়ে ডেমারেজ দেয়া সহজ। তবে সবাই এমন কাজ করেন না।

এনবিআরের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান বলেন, ‘আমদানিকারকরা যেন দ্রুত বিল অব এন্ট্রি সাবমিট করেন এজন্য আইনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই আমদানিকারককে বিল অব এন্ট্রি সাবমিট করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here