অফশোর সাপ্লাই ভেসেল সেবাদাতা প্রতিষ্ঠান টাইডওয়াটারের বিদ্যমান সক্রিয় ভেসেলগুলোর অধিকাংশতেই এখন দ্রুতগতির ইন্টারনেট সেবা যুক্ত হয়েছে। বেসরকারি স্যাটেলাইট যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ইনমারস্যাট টাইডওয়াটারের ভেসেলগুলো উচ্চ-ব্যান্ডউইডথ সম্পন্ন ‘ফ্লিট এক্সপ্রেস’ সেবায় হালনাগাদ করেছে।
টাইডওয়াটার এর আগে ইনমারস্যাটের ‘লিগ্যাসি আইফিউশন’ সেবা ব্যবহার করত। ২০২০ সাল শেষে এ সেবা বন্ধ করে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান বড় আকারে এক পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনা অনুযায়ী, ১৫টি দেশে বিস্তৃত সক্রিয় ৬০টি ভেসেলের ইন্টারনেট সেবা হালনাগাদের লক্ষ্য কোনো ধরনের প্রতিবন্ধক ছাড়াই পূরণ করতে সক্ষম হয়েছে তারা।
করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে জাহাজে অবস্থিত নাবিকরা এখন চুক্তির বাইরে অতিরিক্ত মেয়াদে কাজ করতে বাধ্য হচ্ছে। ফলে ইন্টারসেবায় উচ্চগতি নাবিক ও গ্রাহকদের সেবা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।