নাবিক বদলের সংকট সমাধানে যুক্ত হয়েছে ৩০০ প্রতিষ্ঠান

নাবিক বদলের চলমান সংকট মোকাবিলার উদ্যোগে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তিনশরও বেশি প্রতিষ্ঠান ও সংগঠন। নেপচুন ডিক্লারেশন অন সিফেয়ারার ওয়েলবিং অ্যান্ড ক্রু চেঞ্চ-এ সই করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো মেরিটাইম শিল্পের সবচেয়ে কঠিন এ চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ নিয়েছে।

মহামারির কারণে সৃষ্ট লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নাবিক বদলের সুযোগ না থাকায় লাখ লাখ নাবিক বিশ্বের বিভিন্ন প্রান্তে জাহাজে আটকা পড়েছে এবং চুক্তিতে উল্লেখিত মেয়াদের বাইরে কাজ করতে বাধ্য হচ্ছে, যা অপ্রত্যাশিত এক মানবিক সংকটের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থানের কারণে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছে তারা।

বন্দরে নাবিক বদলের কাজে সহায়তা করতে নেপচুন ঘোষণায় চারটি বিষয় প্রাধান্য পেয়েছে। এগুলো হচ্ছে, নাবিকদের সম্মুখসারির কর্মী বিবেচনা করে তাদের জরুরি ভিত্তিতে টিকা প্রদান; বিদ্যমান উত্তম চর্চার ভিত্তিতে স্বাস্থ্য প্রটোকলের ক্ষেত্রে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ প্রণয়ন ও বাস্তবায়ন; শিপ অপারেটর ও চার্টারারদের মধ্যে সহযোগিতা আরো জোরদার; এবং নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ মেরিটাইম হাবগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here