বৈশ্বিক মেরিটাইম শিল্পে ডিজিটালাইজেশন আরো ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোর্টস অ্যান্ড হার্বারস (আইএপিএইচ)। ডিজিটালাইজেশনের ওপর নতুন একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে সংস্থা দুটি জানিয়েছে, মেরিটাইম খাতে ডিজিটালাইজেশন বহুমুখী অর্থনৈতিক সুফল নিয়ে আসবে এবং আরো শক্তিশালী ও টেকসই পুনরুদ্ধারে সহায়তা করবে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে দেশগুলোর অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিতে ভূমিকা রাখবে।
ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করতে বন্দর ও মেরিটাইম ট্রান্সপোর্ট কমিউনিটিকে সহায়তা করতে সংস্থা দুটি তাদের নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল তুলে ধরার পাশাপাশি ডিজিটালাইজেশন প্রক্রিয়া যে মানব সংশ্লিষ্টতা কমাতে ভূমিকা রাখবে সেটাও উপস্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসসৃষ্ট মহামারির মধ্যে ডিজিটালাইজেশনের এ ভূমিকা বর্তমানে আরো অর্থবহ হয়ে উঠেছে।