সংবাদ সংকেত – ফেব্রুয়ারী

ডোনাল্ড ট্রাম্পের কারণে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়া যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে ফের যোগ দিতে চলেছে বৈশ্বিক উষ্ণায়নরোধী বৃহত্তম আন্তর্জাতিক জোটে।

২০২০ সালের আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ বৈরুত বিস্ফোরণ তদন্তের সুবিধার্থে অ্যামোনিয়াম নাইট্রেটবাহী জাহাজের ক্যাপ্টেন ও জাহাজ মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল।

করোনা মহামারির কারণে বৈশ্বিক বাণিজ্যে স্থবিরতার পরও ২০২০ সালে মোট ৪৩.৫ মিলিয়ন টিইইউ ভলিউম হ্যান্ডল করে বৈশ্বিক ব্যস্ততম বন্দরের স্থান ধরে রেখেছে সাংহাই বন্দর।

প্যারিস অফিসে বসে ড্রোন ব্যবহার করে মার্শেই বন্দরে অবস্থানরত কর্সিকার জাহাজে সফল আন্ডারওয়াটার রিমোট সার্ভে সম্পন্ন করেছে ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাস।

চলতি বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত যাত্রীবাহী জাহাজ নির্মাণ করবে চায়না শিপবিল্ডিং কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান উশি সাইসিয়ি ইলেকট্রিক টেকনোলজি।

ইরানের ছাবাহার বন্দরকে দুইটি মোবাইল হারবার ক্রেন সরবরাহ করেছে ভারত, মোট ছয়টি ক্রেনের নির্মাণ, পরিবহন ও ইনস্টলেশনসহ পুরো প্রক্রিয়ায় ব্যয় হবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

সিঙ্গাপুরভিত্তিক পিএসএ ইন্টারন্যাশনালের মোট তিনটি টার্মিনাল রয়েছে ভারতের মুম্বাই, চেন্নাই ও কলকাতা বন্দরে। গত ডিসেম্বরে সম্মিলিতভাবে রেকর্ড ২ লাখ ৫৭ হাজার ৩৪৭ টিইইউ ভলিউম হ্যান্ডল করেছে টার্মিনালত্রয়।

দুই প্রতিবেশী দেশে সহজে ট্রেন চলাচলের উদ্দেশ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে ইরান ও আফগানিস্তান। যদিও গত অক্টোবরেই ইরানের খাফ থেকে আফগানিস্তানের হেরাত পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

নিজেদের বহরে থাকা প্রথম উইন্ড প্রপালশন রেট্রোফিটেড টেকনোলজিযুক্ত জাহাজ মায়েস্ক পেলিক্যানকে ইন্দোনেশীয় ট্যাংকার কোম্পানি বুয়ানা লিনতাস লাউটানের কাছে বিক্রি করে দিয়েছে লিকুইড বাল্ক শিপিং প্রতিষ্ঠান মায়েস্ক ট্যাংকার।

২০২২ সালের মধ্যে নাবিকবিহীন, পুরোপুরি স্বয়ংক্রিয় জাহাজ বাজারে আনতে চলেছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের নির্মিত অটোনোমাস সেইলিং সিস্টেমের সি ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।

নাম প্রকাশ না করা এশিয়ান শিপিং লাইনের জন্য বছরের শুরুতেই ৮২৮ মিলিয়ন মার্কিন ডলারে এলএনজিচালিত ছয়টি ১৫ হাজার টিইইউ জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে কোরিয়া শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।

মিথেন নিঃসরণ, ডিকার্বনাইজেশন এবং কার্বনের মূল্য নিয়ে মতানৈক্যের জেরে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে ফ্রেঞ্চ তেল কোম্পানি টোটাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here