ইউরোপে মাদকের সবচেয়ে বড় চালান আটক

ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান আটক করেছে জার্মানি, বেলজিয়াম এবং ডাচ কর্তৃপক্ষ। ২৫ টন ওজনের এ কোকেনের চালান আটক করা হয় হামবুর্গ ও অ্যান্টুয়ার্প বন্দরে।

মাদকের চালানটি ঘিরে সন্দেহ তৈরি হয় ডাচ কর্তৃপক্ষের। এরপর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় তারা। ইউরোপীয় কাস্টম কর্তৃপক্ষ বড় পরিসরে ঝুঁকি পর্যালোচনা করে হামবুর্গ বন্দর-অভিমুখী তিনটি কনটেইনার বিষয়ে জার্মান বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে। কনটেইনারগুলো প্যারাগুয়েতে একটি অজ্ঞাত জাহাজে লোড করা হয়। হামবুর্গকে আসার আগে জাহাজটি ট্যানজিয়ের ও রটারড্যাম ঘুরে আসে।

কনটেইনারগুলো হামবুর্গে পৌঁছার পর জার্মান কাস্টম কর্মকর্তারা সেখান থেকে নির্মাণকাজে ছিদ্র্র ভরাটের কাজে ব্যবহৃত পুটির ১ হাজার ৭২৮টি ক্যান উদ্ধার করে। ক্যানগুলো খোলার পর সেখান থেকে কোকেন উদ্ধার করা হয়। একইভাবে পানামা থেকে অ্যান্টুয়ার্পে আসা ১১টি কনটেইনার থেকে বাকি কোকেনগুলো উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here