এশিয়া থেকে ইউরোপে আবারও ব্ল্যাংক সেইলিংয়ের ঘোষণা দিয়েছে টুএম অ্যালায়েন্স। এমএসসি এরিকা নামের ভেসেলটির সাংহাই থেকে উত্তর ইউরোপে যাওয়ার সিদ্ধান্তটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। নির্দিষ্ট গন্তব্য বাদ দিয়ে অন্য সেবায় ভেসেলটি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মায়েরস্ক ও এমএসসির জোট হচ্ছে টুএম নেটওয়ার্ক। এর আগে মায়েরস্কও তাদের এই৫৫ ভেসেলের যাত্রা বাতিল করে। দূর প্রাচ্য থেকে উত্তর ইউরোপ গন্তব্যে তাদের শিডিউল বা সময়তালিকা আরও নির্ভরযোগ্য করে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
যাত্রা বাতিল করলেও উভয় ক্যারিয়ারই শিপারদের এমএসসি এরিকায় বুকিংয়ের ক্ষেত্রে বিকল্প কভারেজের ব্যবস্থা করেছে। জাহাজটির রটারডাম, অ্যান্টুয়ার্প ও ফেলিক্সটোতে যাওয়ার কথা ছিল।
এর আগে গত জানুয়ারিতেও টুএম নেটওয়ার্ক চীনা নববর্ষের কারণে উত্তর ইউরোপে তিনটি যাত্রা বাতিল করেছিল।