এশিয়া-প্যাসিফিক মুক্তবাণিজ্য ব্লকে যোগ দিচ্ছে ব্রিটেন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মুক্তবাণিজ্য জোটে যোগ দিতে আবেদন করতে যাচ্ছে ব্রিটেন। ইউরোপীয় একক বাজার থেকে দেশটি নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে।

কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি) নামের এ জোটভুক্ত দেশগুলোর অধিবাসীর সংখ্যা প্রায় ৫০ কোটি। বৈশ্বিক অর্থনীতিতে এদের অবদান সাড়ে ১৩ শতাংশ।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন এ জোটে যোগদান প্রসঙ্গে বলেন, ‘সম্ভাব্য এ নতুন অংশীদারিত্ব ব্রিটিশ জনগোষ্ঠীর জন্য অসামান্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে। সিপিটিপিপি জোটে প্রথম নতুন দেশ হিসেবে যোগদানের আবেদন বিশ^ব্যাপী আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে সুষম শর্তে ব্যবসা করার আকাক্সক্ষাকে প্রতিফলিত করছে। পাশাপাশি বৈশ্বিক মুক্ত বাণিজ্যে অগ্রগণ্য দেশ হিসেবে আমাদের উপস্থাপিত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here