সরকারি-বেসরকারি খাতে করোনার টিকা আমদানি করতে এখন থেকে আর অগ্রিম কর দিতে হবে না। শুধু কোভিড-১৯ টিকা নয়; মানুষের জন্য আনা সব ধরনের টিকা আমদানিতেই অগ্রিম কর মওকুফ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সাধারণত যেকোনো পণ্য আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম কর দিতে হয়। পরে আমদানিকারক তা বার্ষিক আয়কর বিবরণীর সঙ্গে সমন্বয় করে নেন। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে করোনার টিকা আমদানিতে ভ্যাট ও আমদানি শুল্কও নেই। ফলে কোনো শুল্ক-কর ছাড়াই টিকা আসবে দেশে।
পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার সহায়ক হিসেবে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফেশশিল্ডসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী আমদানিতেও কোনো শুল্ক-কর নেই। এমনকি এসব সুরক্ষাসামগ্রী বানাতে কাঁচামাল আমদানিতেও শুল্ক নেই।