গিনি উপসাগরীয় অঞ্চলে চলাচলরত জাহাজগুলোর ওপর জলদস্যুদের ক্রমাগত আক্রমণের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) মেরিটাইম সিকিউরিটি ওয়ার্কিং গ্রুপের সভা আহ্বান করেছে। আগামী মে মাসে হতে যাওয়া মেরিটাইম সেফটি কমিটির (এমএসসি) ১০৩তম অধিবেশনে এ ওয়ার্কিং গ্রুপ প্রথম মিলিত হবে।
২০২০ সালে গিনি উপসাগরে পাইরেসির ঘটনা রেকর্ড ছুঁয়েছে। ২২টি আলাদা আলাদা ঘটনায় ১৩০ জন ক্রু অপহরণের শিকার হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, আক্রমণের ধরন হয়ে পড়ছে সহিংস এবং এগুলো উপকূল থেকে বেশ দূরে সংঘটিত হচ্ছে। এ অঞ্চলের সশস্ত্র জলদস্যু দলগুলো যে বেশ সংগঠিত তা এসব ঘটনা থেকে এখন স্পষ্ট।
আইএমওর মহাসচিব কিতাক লিম জলদস্যুতার ঘটনা বেড়ে যাওয়ায় এ অঞ্চলে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং নাবিক ও ভেসেলগুলোর নিরাপদ চলাচল নিশ্চিতে অংশীজনদের যৌথভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। গত ২৩ জানুয়ারি কনটেইনার জাহাজ এমভি মোজার্টে সশস্ত্র হামলার পরই আইএমও এ জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ওই হামলায় ১৫ জন নাবিককে অপহরণ করা হয়। যদিও পরে তাদের মুক্তি দেয়া হয়।
সম্প্রতি আইএমও এক পরিপত্রে অংশীজনদের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে এ শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, নাইজেরিয়া মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেফটি এজেন্সি এবং ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন সেন্টার ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব রিজিয়নাল স্ট্র্যাটেজি ফর মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আফ্রিকা (আইসিসি)।
আইএমও মহাসচিব লিম ওই পরিপত্রে সম্ভাব্য হামলা এড়িয়ে যেতে ও ঘটনা সংঘটনের সঙ্গে সঙ্গে রিপোর্ট করার ক্ষেত্রে পশ্চিম আফ্রিকার ক্ষেত্রে আইএমও স্বীকৃত উত্তম ব্যবস্থাপনা চর্চা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।