ছবিতে সংবাদ – মার্চ

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের টিএম ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পরিচালক (পরিবহন) ও টার্মিনাল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান ৮ ফেব্রুয়ারি পতেঙ্গা কনটেইনার টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন। এ সময় তিনি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিজিএমইএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পর্ষদ সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here