জিডিপিতে সড়ক ও নৌপরিবহনের অবদান ৮ শতাংশ

দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) সড়ক ও নৌপরিবহন খাতের অবদান ৮ শতাংশ বা এক লাখ ৮৭ হাজার ৫০০ কোটি টাকা। পৃথকভাবে দেখলে সড়ক পরিবহন খাতের অবদান ১ লাখ ৭৩ হাজার ৪০০ কোটি টাকা, আর নৌপরিবহনের অবদান ১৪ হাজার ১০০ কোটি টাকা।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌযান জরিপ ২০১৯ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। মডার্নাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিকস প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। অনুষ্ঠানে জরিপ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম।

জরিপে বলা হয়, যানবাহনের মোট সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ২৫৭টি। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ১২৯টি। এর মধ্যে যান্ত্রিক যানবাহনের সংখ্যা ১৭ লাখ ৭৮ হাজার ৮৯৪টি।

মালবাহী পরিবহনের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১২৯টি। এর মধ্যে আবার যান্ত্রিক পরিবহনের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৩১৮টি। অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ২৩৪টি। ওইসব যানবাহনে কর্মরত জনবলের সংখ্যা ৩১ লাখ ৭৮ হাজার। এর মধ্যে চালকের সংখ্যা ২৭ লাখ ৬ হাজার, হেলপার ক্লিনারের সংখ্যা ২ লাখ ৭০ হাজার, সুপারভাইজার-কন্ডাক্টর ৫৭ হাজার এবং দৈনিক বেতন ও অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মী ৩২ হাজার। নৌপরিবহনের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ২০৪টি। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ২৭৬, যান্ত্রিক পরিবহন ৬৬ হাজার ৭৮৪, অযান্ত্রিক পরিবহন ১ লাখ ৭ হাজার ৪৯২, মালবাহী পরিবহন ৮৭ হাজার ৯২৮, যান্ত্রিক পরিবহন ৮৩ হাজার ৫৬২ এবং অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ৪ হাজার ৩৬৬টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here