ডিকার্বোনাইজেশনে ইইউর কাছে প্রণোদনার আহ্বান

কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনে সহায়তার জন্য মেরিন ফুয়েল সরবরাহকারীদের জন্য প্রণোদনা ব্যবস্থা প্রচলনে ইউরোপিয়ান কমিউনিটি শিপওনার্স অ্যাসোসিয়েশন (ইসিএসএ) ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

কমিশনের কাছে প্রেরিত প্রস্তাবনায় ইসিএসএ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার ভিত্তি হওয়া উচিত একটি বৈশ্বিক ব্যবস্থা বা অ্যাপ্রোচ। কোনো ধরনের আঞ্চলিক উদ্যোগ আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নেতৃত্বে যে সমঝোতা চলছে, তাকে কেবল বাধাগ্রস্তই করবে। সংগঠনটি আরও জানিয়েছে, ডিকার্বোনাইজেশনে শিপিং শিল্প প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর সফলতা প্রাথমিকভাবে নির্ভর করছে শূন্য বা স্বল্প নির্গমনসমৃদ্ধ, নিরাপদ ও ব্যাপকভাবে সহজলভ্য বিকল্প জ্বালানির ওপর, যেগুলো এখন পর্যন্ত অস্তিত্বশীল নয়। এ অবস্থায় জ্বালানি সরবরাহকারীদের জন্য প্রয়োজন যথাযথ প্রণোদনা ও নির্দিষ্ট বাধ্যবাধকতা, যেন শূন্য বা স্বল্প নির্গমনসমৃদ্ধ জ্বালানি শিপিং শিল্পের জন্য সহজলভ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here