তুরস্কের রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনা তদন্তে ইইউর প্রতি আহ্বান

শিপব্রেকিং প্ল্যাটফর্ম নামের একটি এনজিও তুরস্কের শিপ রিসাইক্লিং ইয়ার্ডে সংঘটিত দুর্ঘটনা তদন্তে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে। ওই দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। তুরস্কের ওই রিসাইক্লিং ইয়ার্ডটি ইইউ অনুমোদিত রিসাইক্লিং ফ্যাসিলিটির তালিকাভুক্ত।

এনজিওর তথ্য অনুযায়ী, তুরস্কের আইসিকসেন ইয়ার্ডে গত বছরের ৩ অক্টোবর দুটি ট্রান্সওশান অফশোর রিগ ভাঙার সময় এক শ্রমিকের মৃত্যু হয়। আর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সিমসেকলার ইয়ার্ডে কার্নিভাল করপোরেশনের একটি ক্রুজ জাহাজ ভাঙার সময় আরেকজন শ্রমিক মারা যায়।

শিপব্রেকিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঙ্গভিল্ড জ্যানসেন এ দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ইইউর তালিকাভুক্ত সবগুলো ইয়ার্ড ইইউ শিপ রিসাইক্লিং রেগুলেশনের বাধ্যবাধকতা অনুয়ায়ী যেন পরিচালিত হয় তা ইউরোপীয় কমিশনকে অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। ইইউ অনুমোদিত দুটি আলাদা ইয়ার্ডে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনুরোধ কমিশন যেন খতিয়ে দেখে আদতেই ইয়ার্ড দুটি ইইউর নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here