নাবিকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান আইটিএফের

চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য বিরোধের কারণে চীনা বন্দরে আটকাপড়া নাবিকদের দুর্দশার সমাপ্তি ঘটাতে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) শিপিং কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। নাবিকদের এ অবস্থা থেকে মুক্তির উদ্যোগে মিলিয়ন মিলিয়ন ডলার প্রয়োজন। তবে আইটিএফ মনে করছে বিপুল অর্থ ব্যয় হলেও এটাই একমাত্র সঠিক কাজ।

দুই দেশের সরকার ও বন্দর কর্তৃপক্ষগুলোর পক্ষ থেকে অচলাবস্তা নিরসনে কোনো উদ্যোগ না দেখে শিপিং কোম্পানি এমএসসি তাদের অ্যানাস্তাসিয়া বাল্কারের ক্রুদের দুর্দশা থেকে মুক্তি দিতে জাপানে যাত্রা বিরতি করে। কোম্পানিটি জানায়, আর কোনো উপায় না দেখে অ্যানাস্তাসিয়ার মাস্টারকে তারা জাপানে স্বল্প সময়ের যাত্রা বিরতির নির্দেশনা দেয়।

চীন-অস্ট্রেলিয়া বাণিজ্য বিরোধের কারণে ৬০টির বেশি ভেসেল কয়লার মতো অস্ট্রেলীয় কার্গো চীনের বন্দরগুলোয় আনলোড করতে পারছে না। ফলে অতি প্রয়োজনীয় নাবিক বদলের কাজটিও বাধাগ্রস্ত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here