প্রাণিসম্পদ ক্যারিয়ারগুলো পরিদর্শন শুরু করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া থেকে প্রাণিসম্পদ রপ্তানিতে ব্যবহৃত জাহাজগুলোর নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শনের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। পশুসম্পদ পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোয় সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এএমএসএ জানিয়েছে, আগামী ছয় মাস ধরে ভেসেলগুলো কঠোর কমপ্লায়েন্স নজরদারির মধ্যে থাকবে।

বিশে^র মধ্যে সবচেয়ে কঠোর নিরাপত্তা মানদ- অনুসরণের সুনাম রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিউজিল্যান্ড থেকে যাত্রা করা গাল্ফ লাইভস্টক ওয়ান ২০২০ সালের সেপ্টেম্বরে দুর্ঘটনায় পড়লে এর ৪৩ জন নাবিকের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এর ঠিক তিন মাস পর আরেকটি প্রাণিসম্পদ ক্যারিয়ার অস্ট্রেলিয়ার জলসীমায় দুর্ঘটনায় পড়ে। এর ফলে এএমএসএ আরও কঠোর নিরাপত্তা মানদ- অনুসরণের দিকে নজর দিয়েছে, যেন আন্তর্জাতিক কনভেনশন ও অস্ট্রেলীয় আইনের বাধ্যবাধকতাগুলো ঠিকমতো পরিপালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here