বিশ্বের প্রথম কার্বন-নিউট্রাল জ্বালানি তেলের শিপমেন্ট অফলোড করেছে ভারত। মার্কিন পারমিয়ান বেসিন থেকে তেল উৎপাদক কোম্পানি অক্সিডেন্টালের উত্তোলিত দুই মিলিয়ন ব্যারেল তেল ভারতে এনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
১৬তম দেশ হিসেবে আইএমও নির্ধারিত নিরাপদ এবং পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং নীতিমালা হংকং কনভেনশনে স্বাক্ষর করেছে ক্রোয়েশিয়া। জাহাজের ডিজাইন, নির্মাণ, অপারেশন এবং সংরক্ষণ সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই নীতিমালায়।
রাশিয়ার সভকমফ্লোট কাটার জাহাজ শীতকালে পরীক্ষামূলক নেভিগেশন চালু রাখায় আর্কটিক নৌপথের পূর্ব অংশ দিয়ে ফেব্রুয়ারির শীতে এই প্রথম বৃহৎ আকারের কার্গো ভেসেল হিসেবে ট্রানজিট সম্পন্ন করেছে জাহাজ ক্রিস্টোফ ডি মার্জারি।
নর্থ ফিল্ড প্রডাকশন সাসটেইনেবিলিটি অফশোর প্রজেক্ট সম্পন্ন করতে ইতালিয়ান তেলক্ষেত্র সেবাদাতা প্রতিষ্ঠান সাইপামের সাথে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে কাতারগ্যাস।
বাণিজ্যিক অপারেশন শুরু করেছে কেপেল অফশোর অ্যান্ড মেরিন এবং মেরিন অ্যান্ড শেল ইস্টার্ন পেট্রোলিয়ামের জয়েন্ট ভেঞ্চার সিঙ্গাপুরের প্রথম লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) বাংকারিং ভেসেল ফুয়েএলনজি বেলিনা।
দুই বছরের মধ্যে একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি দেখল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য অঞ্চল সলোমন দ্বীপপুঞ্জ। এমভি কুইবেক নামের জাহাজ থেকে বিপুল পরিমাণ হেভি ফুয়েল অয়েল ছড়িয়ে পড়েছে এখানকার উপকূলে।
দ্বিতীয় বিশ^যুদ্ধ আমলের স্থাপিত, ২০০৩ সালে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের কাছে ৩৫ বছরের জন্য ইজারা দেওয়া ত্রিঙ্কোমালির ৯৯টি অয়েল ট্যাংক পুনরায় দখল করতে যাচ্ছে শ্রীলংকা।
বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের চেয়েও বেশি উচ্চতার, আকারে বিশে^র বৃহত্তম অফশোর উইন্ড টারবাইন নির্মাণ করছে ভেসটাস উইন্ড সিস্টেম। ২০২৪ সালে বাজারে আসার কথা থাকলেও এরই মধ্যে বেশকিছু টারবাইন অগ্রিম বিক্রি হয়ে গেছে।
প্রতিটি ১৬ হাজার টিইইউ ধারণক্ষমতার ৮টি জাহাজ মার্চে যোগ দিচ্ছে কোরিয়ার হুন্দাই মার্চেন্ট মেরিনের বহরে। ওপেন-লুপ স্ক্রাবার সিস্টেমযুক্ত, হাইব্রিড-রেডি টেকনোলজিসমৃদ্ধ জাহাজগুলো ৮০ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ করবে।
বন্দরের উন্নয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলির জন্য সিসকো, এইচ-এনার্জি, এইচপিএল, ভেনেরেবল এনার্জি, আইআইটি মাদ্রাজ, এএনজেড বিজনেস চেম্বারসহ ৩৫ প্রতিষ্ঠানের সাথে মোট ২৫ হাজার কোটি রুপি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর।
চীনের শিয়ামেন থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাওয়ার পথে জাপান উপকূলের কাছে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় নিওপানাম্যাক্স কনটেইনার জাহাজ মায়েরস্ক আইন্দহোভেন থেকে কয়েকশ কনটেইনার সমুদ্রে পড়ে গেছে।
বন্দরের স্পর্শকাতর ও অতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানে স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করছে অ্যান্টুয়ার্প বন্দর। ২০২২ সালের মধ্যে নজরদারিতে লাইভ ফিড পেতে স্বয়ংক্রিয় ড্রোন বহর নিয়োগের পরিকল্পনার বাস্তব প্রয়োগ শুরু হচ্ছে এর মাধ্যমে।