১৩ বছরের সর্বোচ্চে চার্টার রেট

কনটেইনার জাহাজের চার্টার রেট বা হার ১৩ বছরের সর্বোচ্চে ঠেকেছে। আর এ সুযোগে জাহাজ মালিকরা ক্যারিয়ারদের সঙ্গে উচ্চ এ হারে তিন থেকে পাঁচ বছরের চুক্তিতে যাচ্ছে।

পরামর্শক প্রতিষ্ঠান আলফালাইনারের চার্টার রেট ইনডেক্স ১৩ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তাদের ভাষ্য অনুয়ায়ী, জাহাজ মালিকদের জন্য আউটলুক খুবই ইতিবাচক এবং আগামী কয়েক বছর ধরে এরাই বাজারে ছড়ি ঘোরাবে। অন্যদিকে লন্ডনের এক ব্রোকার লোডস্টারকে জানিয়েছেন, মালিকদের অনুকূলে বাজারের এ রকম অবস্থা আগে কবে ঘটেছে তা তিনি মনে করতে পারছেন না। তিনি আরও বলেন, জাহাজ মালিকরা এমনকি ২৪ মাসের নিচে চার্টার এক্সটেনশন বিষয়ে আলোচনা করতেই অস্বীকার করছেন।

হামবুর্গ অ্যান্ড ব্রেমেন শিপব্রোকারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালিকদের অনুকূলে সত্যিকারের একটি প্যারাডিম শিফট ঘটেছে, যা এর সদস্য প্রতিষ্ঠানগুলো ঠিক মেনে নিতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here