২০৩০ নাগাদ অফশোর বায়ুশক্তি খাতে ৩০ গিগাওয়াট স্থাপিত সক্ষমতার এক জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। আগামী এক দশকে এ খাতে লাখখানেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
উচ্চাভিলাষী এ বায়ুবিদ্যুৎ প্রকল্প ৭৭ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রমের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি দেশটির উভয় উপকূল ঘিরে প্রতি বছর বিনিয়োগ হবে ১ হাজার ২০০ কোটি ডলার। ২০৩০ লক্ষ্যমাত্রার সঠিক বাস্তবায়ন ২০৫০ নাগাদ ১১০ গিগাওয়াট বা তারও বেশি অফশোর বায়ুশক্তি উৎপাদনের রূপরেখাটি তুলনামূলক সহজ করে তুলবে। সে সময় এ খাতে কর্মসংস্থান হবে ১ লাখ ৩৫ হাজারের।
লক্ষ্য অর্জনে দেশটির ব্যুরো অব ওশান এনার্জি ম্যানেজমেন্ট ইজারা প্রদানের বিষয়টি যেমন এগিয়ে নেবে, তেমনি ২০২৫ সালের মধ্যে অন্তত ১৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষে চালু দেখতে চায়। এ প্রকল্পগুলো থেকে বিদ্যুৎ আসবে ১৯ গিগাওয়াট।