আমদানি সুবিধার মেয়াদ বাড়ল

করোনাভাইরাসের কারণে আমদানিতে যেসব নীতিসহায়তা দেওয়া হয়েছিল, সম্প্রতি তার মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই করোনাভাইরাসজনিত রোগ প্রতিরোধের জন্য ওষুধ, চিকিৎসা ও গ্যারান্টির জন্য ৫ লাখ ডলার পরিশোধ করা যাবে।

এ ছাড়া উৎপাদন উপকরণ আমদানি বাবদ মূল্য পরিশোধ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে করা যাবে। ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সব ধরনের নীতিসহায়তার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here