এখনো অনিশ্চিত তেলের বাজারের ভবিষ্যৎ

বৈশ্বিক তেলের চাহিদা এখনো কমতির দিকে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি তাদের সর্বশেষ বার্ষিক মধ্যমেয়াদি বাজার প্রতিবেদন ‘অয়েল ইন ২০২১’-এ এ পূর্বাভাস দিয়েছে। তবে সরকারগুলো যদি পরিচ্ছন্ন জ্বালানির প্রশ্নে কঠোর নীতিগত অবস্থায় গ্রহণ করে, তাহলে ধারণার চেয়েও আগে তেলের চাহিদা সর্বোচ্চে (পিক) পৌঁছবে।

অবশ্য প্রতিবেদনের মুখ্য তথ্য হচ্ছে, বর্তমান নীতিগত বাস্তবতা যদি অব্যাহত থাকে তবে তেলের চাহিদা বাড়তে বাড়তে ২০২৬ সাল নাগাদ দিনপ্রতি ১০৪ মিলিয়ন ব্যারেলে (এমবিপিডি) দাঁড়াবে, ২০১৯ সালের চেয়ে যা ৪ শতাংশ বেশি।

আইইএ জানিয়েছে, ২০২৬ নাগাদ বৈশ্বিক তেল উৎপাদন সক্ষমতা ৫ এমবিপিডি বাড়তে পারে। ওই সাল পর্যন্ত তেলের চাহিদায় প্রবৃদ্ধি পূরণে সরবরাহ বৃদ্ধির প্রয়োজন পড়বে ১০ এমবিপিডি। মধ্যপ্রাচ্যের দেশগুলোই এর অর্ধেকটা সরবরাহ করবে, বিশেষ করে সৌদি আরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here