এপ্রিলে উৎপাদনসীমা ছাঁটল ওপেক

তেলের বাজারে ভারসাম্য ফেরানোর গতি আরও ত্বরান্বিত করতে উৎপাদক দেশগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ওপেক এবং ওপেক-বহির্ভূত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তবে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য রাশিয়া ও কাজাখস্তানকে কিছুটা ছাড় দেয়া হয়েছে। ওপেক ও নন-ওপেক দেশগুলোর ১৪তম মন্ত্রিপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, অতিরিক্ত সরবরাহ হ্রাসে স্বেচ্ছায় সৌদি আরব যে সিদ্ধান্ত নিয়েছে তা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে। গত ১ ফেব্রুয়ারি থেকে দুই মাসের জন্য এটা কার্যকর হয়েছে। দেশটি অবশ্য এপ্রিলেও দিনপ্রতি ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন স্বেচ্ছায় কমানোর ইচ্ছা ব্যক্ত করেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়া ও কাজাখস্তান উৎপাদন বাড়াতে পারবে দিনপ্রতি যথাক্রমে ১ লাখ ৩০ হাজার ব্যারেল ও ২০ হাজার ব্যারেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here