পরিবেশবিষয়ক নীতিমালা নিয়ে তিন মাস পর আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় (আইএমও) আবারও শুরু হচ্ছে বিতর্ক। ডিকার্বোনাইজেশনের লক্ষ্য অর্জনের সর্বোত্তম উপায় হিসেবে ভিন্ন ভিন্ন পক্ষ তাদের প্রস্তাবও উপস্থাপন করে চলেছে।
আইএমও’র তত্ত্বাবধানে ৫০০ কোটি ডলারের একটি গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের জন্য শিপিং শিল্প বিশ্বের বিভিন্ন দেশকে তাদের পক্ষে টানছে। এ পরিস্থিতিতে আবারও এগিয়ে এসেছে মার্শাল আইল্যান্ডস। আইএমও’র সমালোচনা করে দেশটি বলেছে, নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতিতে অটল থাকলে অবশ্যই প্রতি টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাসুল হিসেবে ১০০ ডলার কর পরিশোধ বাধ্যতামূলক করা প্রয়োজন। তাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সলোমন আইল্যান্ডস।
মেরিটাইমে সবচেয়ে বড় পতাকাবাহী দেশ মার্শাল আইল্যান্ডস। কার্বন নিঃসরণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকির মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগরীয় এ দেশটি।